উত্তরদিনাজপুর

দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রীর শ্লীলতাহানী করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে

দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জের পশ্চিম কর্নজোড়া এলাকায়। ধৃতের নাম চৌনুদ্দীন সরকার। বাড়ি ওই এলাকায়। এই ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কর্নজোড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবার সুত্রে জানা গিয়েছে, ১৩ ই জুন দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। সেই সময় এলাকারই চৌনুদ্দীন সরকার নামে এক ব্যক্তি মেয়েটিকে ডেকে নিয়ে যায়। ছাত্রীটির হাতে টাকা দিয়ে ফুসলিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে শ্লীলতাহানী করে বলে অভিযোগ। সেখান থেকে সে পালিয়ে যায়। ১৪ তারিখের রাতে ওই ছাত্রীটি অসুস্থ হয়ে পরলে বাড়ির বাবা মা কে সব খুলে বলে ঘটনার কথা। এই ঘটনা জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনায় কর্নজোড়া পুলিশ ফাঁড়িতে শিশুটির পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ওই দ্বিতীয় শ্রেনীর ছাত্রীটি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় ওই ছাত্রীর বাবা জানান, ঘটনার দিন তার মেয়ে জমিতে গিয়েছিল। সেই সময় ওই অভিযুক্ত সেখানে ছিল। এরপর মেয়েকে টাকা দিয়ে এমন কু কাজ করে। ঘটনাটি জানতে পেরে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। সেই সঙ্গে তিনি তার আইনত কঠোর শাস্তির দাবী করেন।